ডেস্ক রিপোর্ট ১৬ নভেম্বর ২০২৪ ০৬:২৩ পি.এম
যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি (এমআরএস)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী লেকচার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন ম্যাটেরিয়াল বিষয়ক গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সামি-উল-আলম সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়ালস রিসার্চ-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি বিজ্ঞানের বিভিন্ন শাখার উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা পালন করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআরএস-এর স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা সহজেই বৈশ্বিক জ্ঞানের জগতে প্রবেশ করতে পারবে এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএস-ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের ১১-সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
চীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠক
ঢাবিতে জুলাই স্মৃতি যাদুঘর নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি’র ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন শাবির ১ শিক্ষক ও ৭ শিক্ষার্থী
শাবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের
ঊর্মিকে আজীবন নিষিদ্ধের পাশাপাশি তার সনদ বাতিলের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
শাবিপ্রবিতে ভিসি আসার পরপরই অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ নিয়োগ
আইএইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রথম কার্যদিবস
শাবিপ্রবিতে নিয়োগ পেলো নতুন উপাচার্য
অনুমতি ছাড়াই ক্যাম্পাসে মন্দির বানাচ্ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা
ঢাবির গেস্টরুম গণরুমে বন্দী মেধার আর্তচিৎকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
ঢাবির উর্দু বিভাগের তিন শিক্ষকের অব্যাহতির দাবি বিভাগের শিক্ষার্থীদের
আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ
বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে?
ঢাবির শিশু শ্রমিকদের মানবেতর জীবনযাপনের জন্য দায়ী ক্যান্টিন মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন
বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি, পরবর্তী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘন্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্গাপুর উপজেলা সংগঠনের নেতৃত্বে মোবারক ও বিল্লাল