রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

জুমার দিনের বিশেষ আমল

ডেস্ক রিপোর্ট ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪ পি.এম

কাবাঘর কাবাঘর

জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ইদের মতো। এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন।

জুমার দিনের কিছু বিশেষ আমল:

  • গোসল করা: জুমার নামাজের আগে গোসল করা সুন্নত।
  • সুগন্ধি ব্যবহার করা: জুমার নামাজে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করাও সুন্নত।
  • মসজিদে যাওয়ার আগে দাঁত মাজা করা: জুমার নামাজে যাওয়ার আগে দাঁত মাজা করাও সুন্নত।
  • সুন্দর পোশাক পরা: জুমার নামাজে সুন্দর পোশাক পরাও সুন্নত।
  • মসজিদে যাওয়ার পথে দ্রুত হাঁটা: মসজিদে যাওয়ার পথে দ্রুত হাঁটাও সুন্নত।
  • জুমার খুতবা শ্রদ্ধার সাথে শোনা: জুমার খুতবা শ্রদ্ধার সাথে শোনাও জুমার ফজিলতের একটি অংশ।