Md Osman Gone ১২ অক্টোবর ২০২৪ ০১:০৯ পি.এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী পেলেন মর্যাদাপূর্ণ " ইরাসমাস মুন্ডাস" স্কলারশিপ। এটি হলো ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম। চলতি বছরেই এসব শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে তাদের অধ্যয়ন শুরু করেছেন।
এই স্কলারশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। এই স্কলারশিপের মাধ্যমে সাধারণত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে।
এই স্কলারশিপ প্রাপ্তরা হলেন-
১. আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক রুপক দাস।
২. রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাক আহমেদ।
৩. বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদ।
৪. বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নাজিফা তাসনিম।
৫. জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. মুহিবুর রহমান।
৬. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান আজিজ ঈশান।
৭. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত)।
৮.সমুদ্রবিজ্ঞান বিভাগের ইউরিদা লিয়ানা।
এদের মধ্যে রুপক দাস হলেন এই বিশ্ববিদ্যালয়েরর আর্কিটেকচার বিভাগের ২০০৭-০৮ সেশনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে একই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী স্কলারশিপ প্রাপ্ত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত আন্দের খবর। তারা সবাই তাদের নিজ নিজ গবেষণা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাক এবং অন্যরাও তাদের দেখে অনুপ্রেরণা পাবে এবং নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাক। তাদের সবার জন্য আমার শুভকামনা।
চীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠক
ঢাবিতে জুলাই স্মৃতি যাদুঘর নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি’র ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন শাবির ১ শিক্ষক ও ৭ শিক্ষার্থী
শাবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের
ঊর্মিকে আজীবন নিষিদ্ধের পাশাপাশি তার সনদ বাতিলের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
শাবিপ্রবিতে ভিসি আসার পরপরই অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ নিয়োগ
আইএইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রথম কার্যদিবস
শাবিপ্রবিতে নিয়োগ পেলো নতুন উপাচার্য
অনুমতি ছাড়াই ক্যাম্পাসে মন্দির বানাচ্ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা
ঢাবির গেস্টরুম গণরুমে বন্দী মেধার আর্তচিৎকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
ঢাবির উর্দু বিভাগের তিন শিক্ষকের অব্যাহতির দাবি বিভাগের শিক্ষার্থীদের
আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ
বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে?
ঢাবির শিশু শ্রমিকদের মানবেতর জীবনযাপনের জন্য দায়ী ক্যান্টিন মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন
বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি, পরবর্তী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘন্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্গাপুর উপজেলা সংগঠনের নেতৃত্বে মোবারক ও বিল্লাল