Md Osman Gone ১১ অক্টোবর ২০২৪ ০৫:৩৭ পি.এম
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর ) শাবিপ্রবির এক শিক্ষার্থী তাসনিম জাহান আইরিনকে নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে ভার্সিটি গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায় তিনি শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গতবছর তিনি অনার্স শেষ করে ঢাকায় বাড্ডায় নেক্সট বেঞ্চার নামে তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক একটি প্রতিষ্ঠানের চাকুরীতে যোগ দেন। গত বুধবার তাসনিম জাহান ও তাঁর বড়বোন নুসরাত জাহান মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় সুপ্রভাত ও আকাশ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতা করলে একটির ধাক্কায় আইরিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর এ ঘটনার প্রতিবাদেই শাবির শিক্ষক ও শিক্ষার্থীরা মৃত্যুতে ঘাতক চালকের শাস্তির দাবি জানায়।
এছাড়াও আরো অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
আল আমিন নামের এক শিক্ষার্থীর সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো: মোখলেছুর রহমান বলেন," প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়া যায়। আজ আমাদের এক শিক্ষার্থী মারা গেলো, সামনে অন্য। এই বিষয়টি নিয়ে নেতৃত্ব স্হানীয় সবাইকেই সচেতন হওয়া উচিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই ঘটনার বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করবে।"
ব্যবসায় প্রশাসন বিভাগের ওসমান নামের এক শিক্ষার্থী বলেন," আইরিন আপু গতবছরই তার গ্রাজুয়েশন শেষ করে চাকরিতে ঢুকলো। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করে আরো অনেক কিছুই করার বাকি ছিলো তার জীবনে। কিন্তু ঘাতক চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারনে প্রাণ দিতে হলো আমাদের বোনের। আমরা এর বিচার চাই এবং সরকার থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে সকল কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। "
চীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠক
ঢাবিতে জুলাই স্মৃতি যাদুঘর নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি’র ঢাবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন শাবির ১ শিক্ষক ও ৭ শিক্ষার্থী
শাবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের
ঊর্মিকে আজীবন নিষিদ্ধের পাশাপাশি তার সনদ বাতিলের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
শাবিপ্রবিতে ভিসি আসার পরপরই অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ নিয়োগ
আইএইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রথম কার্যদিবস
শাবিপ্রবিতে নিয়োগ পেলো নতুন উপাচার্য
অনুমতি ছাড়াই ক্যাম্পাসে মন্দির বানাচ্ছে শাবিপ্রবির শিক্ষার্থীরা
ঢাবির গেস্টরুম গণরুমে বন্দী মেধার আর্তচিৎকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
ঢাবির উর্দু বিভাগের তিন শিক্ষকের অব্যাহতির দাবি বিভাগের শিক্ষার্থীদের
আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ
বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে?
ঢাবির শিশু শ্রমিকদের মানবেতর জীবনযাপনের জন্য দায়ী ক্যান্টিন মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন
বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি, পরবর্তী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘন্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্গাপুর উপজেলা সংগঠনের নেতৃত্বে মোবারক ও বিল্লাল