ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৪ ০১:২৪ এ.এম
ইরানের সামরিক সংঘাত যেন মধ্যপ্র্যাচ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য আন্তর্জাতিক মহল তৎপর রয়েছে। দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও চীন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ও লক্ষ্য কুটনৈতিক উপায়ে সংকট নিরসন করার।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই মূহুর্তে বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহনের জন্য সক্ষম নয়। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অন্যদিকে গাজা অভিযানে এমনিতেই পৃথিবীর অর্থনীতি হুমকির মুখে। তাই নতুন সংঘাতের ভয়ে সবাইই উদ্বিগ্ন। কেউই চায়না ইরান - ইজরায়েলের এই যুদ্ধ মধ্যেপ্রাচ্যে ছড়িয়ে পড়ুক।
মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘ ইরানের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে এই বিদ্বেষমূলক আচরণের নিন্দা জানাই। দুই পক্ষকেই আহ্বান জানাচ্ছি সংযত থাকার। এই মূহুর্তে বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহনের জন্য সক্ষম নয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান উত্তেজনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন। সংঘাত মোকাবেলায় উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই। এই সংঘাত এখনই বন্ধ হওয়া দরকার । সংকট নিরসনের জন্য প্রভাবশালী রাষ্ট্রগুলোকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানায় চীন।
হামলায় ইজরায়েল কে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র আক্রমনাত্মক ভূমিকা নিতে নারাজ। হামলার খবর শুনেই ডেলওয়ার্ক থেকে ওয়াশিংটনে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক করেন তিনি।