রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সপরিবারে আত্মগোপন কেন বেনজির আহমেদ।

ডেস্ক রিপোর্ট ০১ জুন ২০২৪ ০৫:৪৫ পি.এম

সংগ্রীহিত বেনজির আহমেদ

বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মকর্তা- কর্মচারীদের করা দূর্নীতি নতুন কিছু নয়। তবে বর্তমানে দূর্নীতি নিয়ে নতুন করে আলোড়ন ফেলছে সাবেক পুলিশ প্রধান বেনজিরের করা নজিরবিহীন দূর্নীতির মাধ্যমে গড়া সম্পদের পাহাড়। তবে এ সম্পত্তি শুধুই নিজের নামে নয় বরং রয়েছে স্ত্রী, সন্তান- সন্তাদিসহ পরিবারের আরো বিভিন্ন সদস্যদের নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। 

আর এ সব সম্পত্তির খোঁজে ইতোমধ্যেই নেমেছে দুদক। তারই সাথে সাথে আত্মগোপন করেছেন তিনি সহ তার পুরো পরিবার। ধারণা করা হচ্ছে তিনি দেশেই নেই বর্তমানে। তবে কোন দেশে অবস্থান করছেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

বেনজির এবং তার পরিবার এখন কোথায় আছে তা নিশ্চিত করতে পারছে না দুদক বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউই। তাদের এই রহস্যময়ী আত্নগোপনের ক্ষেত্রে পুলিশের একটি সূত্র মনে করছে তিনি বিদেশে নয় বরং দেশেই আছেন কারণ আগামী ৬ জুন বেনজিরকে সপরিবারে দুদকের কাছে হাজিরা দেয়ার কথা রয়েছে। 

রাজধানীর গুলশান ১ এর র্্যাংকন আইকন টাওয়ারে সপরিবারে থাকতেন পুলিশের এই সাবেক প্রধান বেনজির আহমেদ। তবে দুদকের অনুসন্ধানের পর পরই আত্নগোপন করেন তারা, যোগাযোগ রাখছেন না নিজের ব্যবসায় প্রতিষ্ঠানেও। এমনকি দুদকের নোটিশও সরাসরি তাদের হাতে পৌঁছাতে পারা যায়নি।

অন্যদিকে বেনজিরের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে জানা, যায় স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে বিদেশে গিয়েছেন তিনি। গত ৪ মে সিঙ্গাপুরের উদ্দেশ্য তার স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন তিনি এবং তার দুই মেয়ে এবং এখনো সেখানেই অবস্থান করছেন তারা। তবে আরকেটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বেনজির তার মেয়েদেরকে নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। তবে পুলিশ বা অন্য কোনো সরকারি মাধ্যম তাদের বিদেশ যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি।