ডেস্ক রিপোর্ট ০২ জুলাই ২০২৪ ০৫:০১ পি.এম
সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে জুন মাস থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আংশিক কর্মবিরতি সহ নানান কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু তাদের দাবি আদায় না হওয়ায় জুলাইয়ের ১ তারিখ থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় অনিশ্চিত অবস্থার মধ্যে তারা।
কর্মবিরতিতে শামিল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটসহ সর্বমোট ৩৫টি বিশ্ববিদ্যালয়গুলয়ের শিক্ষকরা। তাদের দাবি তিনটা। এগুলো হলো- প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
তবে, এই দাবি পূরণে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
সংগঠনটির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কোনো আলোচনা ছাড়া এই পেনশন স্কিম চাপিয়ে দেয়ার কারণেই অচল হয়ে আছে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। অথচ এ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।”
পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, “আমরা জাতীয় পেনশন কর্তৃপক্ষ সরকারের পলিসি বাস্তবায়ন করি। সে অনুযায়ী আমরা প্রত্যয় স্কিমকে রেডি করে রেখেছি। এখন যে কেউ চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারে। এটা বাতিল কিংবা চালুর সিদ্ধান্ত আমাদের না।”
অন্যদিকে গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদও কর্মবিরতি পালন করছে। দুপুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মল চত্বরে বসে আড্ডা দিচ্ছেন। হলগুলোর কর্মকর্তা-কর্মচারীদেরও সেখানে দেখা যায়। রেজিস্ট্রার ভবন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র। সেখানে অচলাবস্থা তৈরি হওয়ায় গোটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা–কর্মচারী নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করে যাবেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের পহেলা জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যারা যোগদান করবেন তাদের বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশনের সর্বশেষ স্কিমের আওতাভুক্ত করতে হবে।
কিন্তু এর ফলে বর্তমানে প্রচলিত ব্যবস্থার মতো অবসরোত্তর সুবিধা মেলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কিছু স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।
তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, আগে তহবিলে সংস্থার প্রদানকৃত অর্থ ছিল কর্মচারীর 'কন্ট্রিবিউশন' এর চেয়ে কম কিন্তু প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠানকে কর্মীর সমপরিমাণ টাকা জমা দিতে হবে। এতে পেনশনার অধিক লাভবান হবেন।
সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২২ এর তথ্য অনুযায়ী স্ব বা স্বায়ত্তশাসিতসহ অনুরূপ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সোয়া চার লাখ। এই ধরনের প্রতিষ্ঠানের আওতায় রয়েছে, বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বিআরটিসি, পেট্রোলিয়াম কর্পোরেশনসহ সকল রাষ্ট্রীয় করপোরেশন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউট।
উপদেষ্টা হাসান আরিফ আর নেই
প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতির মতবিনিময়
আলোচিত গ্রেনেড মামলার রায়: ছাত্রদলের আনন্দ মিছিল
আবারও সড়ক দুর্ঘটনায় হারালো তাজা চারটি প্রাণ
সকলের ঐক্যমতের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবো – প্রধান উপদেষ্টা
প্রতিটি শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে ত্রিশ লক্ষ টাকা -প্রধান উপদেষ্টা
পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশে, ভারত কেন উদ্বিগ্ন?
মিয়ানমারের আরকান আর্মি হাতে আবারও বাংলাদেশী জেলে নিহত।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রথমবারের মতো পাকিস্তানি জাহাজ
যে তত্ত্বে নোবেল পেয়েছিলেন ড. ইউনুস
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মী আহত
জলবায়ু নিয়ন্ত্রণে যা বললেন ড. ইউনুস
ফ্যাসিষ্টের দোসরদের উপদেষ্টা বানানোর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ফারুকিকে উপদেষ্টা বানানোয় ক্ষুব্ধ ছাত্রজনতা
জিরো পয়েন্টে আওয়ামী লীগের বাদে সব দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি
গুলিস্তানে হাসনাতের পাল্টা কর্মসূচী
ঢাবি তাবলীগের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি
হেলিকপ্টারে দুর্গম এলকায় পৌঁছে দেওয়া হচ্ছে, ছাত্রদের ত্রাণ
বন্যায় এ পর্যন্ত ৫৪ জন মারা গিয়েছে
ইউনিয়ন পরিষদে সরাসরি নিয়োগের দাবিতে আন্দোলন
কোরআন তেলাওয়াতে বাঁধা দেওয়া সেই ঢাবি শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছে শিক্ষার্থীরা
রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে শিক্ষার্থীদের সমর্থন মুনজেরিন শাহিদের
শিক্ষার্থীদের প্রোফাইলের রং লাল কেন?
আজ থেকেই চালু হচ্ছে মোবাইল ডাটা, সবার জন্য ৫ জিবি ফ্রী
প্রথিতযশা সাংবাদিক খালেদ মহিউদ্দিন ডয়েচে ভেলে ছেড়েছেন
আটক শিক্ষার্থীদের মুক্তির দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কোটা আন্দোলনের আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে
কোটা আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক ডিবি হেফাজতে
কারফিউ শিথিলে কাঁচা বাজারে স্বস্তি
সকল দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে