ডেস্ক রিপোর্ট ২৫ এপ্রিল ২০২৪ ০১:৫৫ এ.এম
হিট স্ট্রোক কি?
বর্তমানে সময়ের অসহনীয় গরমে মানুষ সব চেয়ে বেশি যে অসুস্থতায় আক্রান্ত হচ্ছে তা হলো হিট স্ট্রোক। আমাদের শরীরে যে কুলিং সিস্টেম রয়েছে , তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা হারানোই হিট স্ট্রোক। হিট স্ট্রোকের কারণে মানুষ সাথেসাথে মারাও যেতে পারে।
যেসব কারণে হতে পারে হিট স্ট্রোক।
হিট স্টোকের প্রধান যে কারন রয়েছে তা হলো অসহনীয় গরম। তীব্র গরম তাপমাত্রায় শরীর তাপমাত্রা নিয়ন্ত্রন করতে পারে না। শরীরের ঘাম হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয় এবং শরীর নিজে নিজে ঠান্ডা হতে পারে না। হিট স্টোকের কারনে স্থায়ী প্রতিবন্ধীতা ও কখনো ঐ রোগী মারাও যেতে পারে।
হিট স্টোকের প্রাথমিক লক্ষন:
*কথাবার্তা বা আচারন অসঙ্গতিপূর্ণ হওয়া।
*হঠাৎ করে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।
*শরীর অবস হয়ে যাওয়া।
*চেতনা হারানো ও শরীরে অপরিমিত ঘাম হওয়া।
হিট স্টোকে আক্রান্ত হলে প্রাথমিক করনীয় :
*রোগীকে শান্ত করা।
*রোগীকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে বিশ্রামের ব্যবস্থা করা।
* দ্রুত রোগীর শরীর দ্রুত ঠান্ডা করা। রোগীর শরীরের জামা কাপড় খুলে ফেলা।
*রোগীর শরীরের তাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনে ভেজা কোন কাপড় দিয়ে রোগীর শরীর মুড়ি দিতে হব
*সম্ভব হলে রোগীর ঘাড়ে বা বগলে বরফ দেওয়া।
উপরোক্ত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীর শারীরিক অবস্থা পরিবর্তন না হলে দ্রুত ডাক্তারের শ্বরনাপন্ন হওয়া।