ডেস্ক রিপোর্ট ১৭ এপ্রিল ২০২৪ ০২:৪৩ পি.এম
ট্রান্সজেন্ডার কে প্রমোট করা রুপান্তর নাটকটি অনলাইনে আসার পর থেকেই সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। কারণ এই নাটকের মাধ্যমে পশ্চিমা নোংরা মতবাদ প্রমোট করা হচ্ছিল। বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস কোম্পানি ওয়ালটন এর স্পন্সর থাকার কারণে, সবাই তাদের উপর ক্ষুব্ধ। দেশি কোম্পানি হয়েও বিদেশি ষড়যন্ত্রমূলক মতবাদের বাস্তবায়ন সাধারণ মানুষ কোনো ভাবেই মানতে পারছে না।
গতকাল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই ওয়ালটন এই বিষয়ে জনসাধারণের কাছে অফিসিয়ালি ক্ষমা চেয়েছে। এবং এই কাজের জন্য বিজ্ঞাপন কোম্পানিকে দায়ী করেছে। তারা বলেছে, বিজ্ঞাপন কোম্পানিকে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলেও তারা সেটি অনুসরণ করেনি। তাদের মতে, সাধারণ মানুষের সামাজিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম কোনো কাজের সাথে ওয়ালটন কখনোই জড়িত ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না।
বিবৃতি দেওয়ার পরপরই তারা এটি নিয়ে তদন্ত শুরু করে এবং এই নাটকটি অনলাইন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই রুপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে জড়িত বিজ্ঞাপন কোম্পানিকে লিগাল নোটিশ পাঠিয়েছে ওয়ালটন।
ট্রান্সজেন্ডার কে প্রমোট করা একটি বাংলা নাটকের স্পনসর হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ‘রুপান্তর’ নামট এই নাটকে পশ্চিমা নোংরা মতবাদ ট্রান্সজেন্ডার কে প্রমোট করা হয়েছে। এই নোংরা মতবাদ প্রমোটের জন্য সারাদেশের মানুষ ওয়ালটন এর বিরুদ্ধে ফুসে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটনকে বয়কটের আহ্বান জানিয়েছেন অসংখ্য নাগরিক। তারা বলেছেন ওয়ালটনের পক্ষ থেকে তারা এধরনের এজেন্ডা বাস্তবায়ন কখনোই কাম্য নয়। এই অভিযোগের জেরেই আজ ওয়ালটন এই বিবৃতিটি দিয়েছে এবং এসব পদক্ষেপ নিয়েছে।